প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫৮ (বুধবার)
নবীগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তারেক রহমানের পক্ষ থেকে অনুদান বিতরণ

ছবি: সংগৃহীত।

শারদীয় দুর্গোৎসব-২০২৫ উপলক্ষে নবীগঞ্জ পৌরসভার ৯টি পূজা মণ্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ অনুদান প্রদান করা হয়েছে। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবীগঞ্জ মধ্যবাজারে আয়োজিত অনুষ্ঠানে অনুদান বিতরণ করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, নবীগঞ্জ পৌরসভার সদ্য সাবেক মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ছালিক আহমদ চৌধুরী। যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবু নীলকণ্ঠ দাশ সামন্ত নন্টি এবং পৌর বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান জুয়েল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু নারায়ণ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউ’র আখড়ার সভাপতি বাবু সুবিনয় করসহ উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

এছাড়াও নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বাবু রঙ্গ লাল রায়, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু অনন্ত দাশ, অধ্যক্ষ তনুজ কুমার রায়, অধ্যক্ষ কাঞ্চন বণিক, পৌর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু বিভু আচার্য, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবু নিতেশ দাশসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’ - এই মূলনীতিতে বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করে আসছে। অনুদান প্রদানের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুদান প্রদানকালে নবীগঞ্জ পৌরসভার সদ্য সাবেক মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন,
‘শারদীয় দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি বাঙালির সার্বজনীন উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলনমেলা এই উৎসব সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে প্রদত্ত এ অনুদান শুধু সহায়তা নয়, বরং সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রতীক।’

তিনি আরও বলেন, ‘মেয়র থাকাকালে যেমন চেষ্টা করেছি মানুষের সঙ্গে নিয়ে উন্নয়ন করতে, ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই। দলমত নির্বিশেষে মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার অঙ্গীকার।’