ছবি: সংগৃহীত।
দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ শনিবার বেলা ২টা থেকে এ আদেশ কার্যকর হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলার অবনতি ও জনগণের জানমালের নিরাপত্তা ঝুঁকির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে এক পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে দিনব্যাপী অবরোধ কর্মসূচি পালিত হয়। এতে সকাল থেকেই খাগড়াছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ থাকে। বিক্ষুব্ধরা টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে সড়ক অবরোধ করেন।
অবরোধ চলাকালে সদর উপজেলা প্রাঙ্গণে পাহাড়ি বিক্ষোভকারীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে দুজন আহত হন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা জানাজানি হলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হলে ১৪৪ ধারা তুলে নেওয়া হবে।’
জুম্ম-ছাত্র জনতার মুখপাত্র উক্যেনু মারমা জানান, তাঁরা শান্তিপূর্ণভাবে অবরোধ পালন করছেন। তিনি বলেন, ‘আমরা শুরু থেকেই শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। তবে কিছু দুষ্কৃতকারী আমাদের অবরোধকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।’