প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:২৪ (বুধবার)
গোলাপগঞ্জের বৃদ্ধ শিক্ষক কুতুব উদ্দীন দুদিন ধরে নিখোঁজ

ছবি: সংগৃহীত।

গোলাপগঞ্জের অবসরপ্রাপ্ত শিক্ষক কুতুব উদ্দীন (৭৩) গত দুদিন ধরে নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার তিনি সিলেট শহরের শাহপরাণ থানার পরগনা বাজার থেকে নিখোঁজ হন। বিকেলে নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।

তার ছেলে ইমরান হোসেন জানান, কুতুব উদ্দীন মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে কিছুটা অসুস্থ এবং কথাবার্তা বলার ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে। তিনি শহরের বাসা থেকে প্রায়ই গ্রামের বাড়ি  ভাদেশ্বর ফতেহপুরে যেতে চাইতেন। মাঝে মাঝে দুই-একবার একা গিয়েছেন, তবে এবার তিনি সেখানেও যাননি।

বাসায় না ফেরায় ইমরান হোসেন শাহপরান থানায় সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ কুতুব উদ্দীনের সন্ধান পেলে ০১৬৪৫৯৮৪৮৪৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।