ছবি: সংগৃহীত।
এশিয়া কাপের ফাইনালে আজ (রোববার) মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। এবারের আসরে ইতোমধ্যে দু’বার মুখোমুখি হয়েছে দুই দল, দু’বারই জয়ী হয়েছে ভারত। প্রথম ম্যাচে ৭ উইকেটে, দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছিল তারা। তবে ফাইনাল প্রতিযোগিতা হওয়ায় আগের জয়গুলো ফাইনালের গুরুত্বের তুলনায় কম।
ভারতের প্রস্তুতি
ফাইনালের আগে ভারত বড় ধাক্কা খেয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে হার্দিক পান্ডিয়া ও অভিষেক শর্মা ক্র্যাম্প পেয়ে মাঠের বাইরে বসেছিলেন। ফলে ফিল্ডিংয়ের সময় দু’জনকে ডাগ আউটে দেখা গেছে। তবে ভারতীয় দল জানিয়েছে, দু’জনেই ফাইনালে খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত।
ফাইনালে একাদশে দুই পরিবর্তন আসছে। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্রামপ্রাপ্ত জাসপ্রিত বুমরাহ ও শিভম দুবে ফেরানো হবে। এর ফলে আগের ম্যাচে খেলা আরশদীপ সিং ও হারশিত রানার বেঞ্চে বসবেন। বাকি একাদশ অপরিবর্তিত থাকবে।
ভারতের সম্ভাব্য একাদশ:
অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর পাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরাহ।
পাকিস্তানের প্রস্তুতি
পাকিস্তানের আগের দুই ম্যাচে ভারতকে হারতে হয়েছে। প্রথম ম্যাচে ব্যবধান বেশি ছিল, দ্বিতীয় ম্যাচে ব্যবধান কমে কিছুটা চাপে ফেলেছিল তারা। ফাইনালকে সামনে রেখে পাকিস্তানের একাদশে মিডিয়াম ফাস্ট বোলার হাসান নওয়াজের সুযোগ থাকা নিয়ে সংবাদ মাধ্যমে আলোচনা হয়েছে। তবে সুপার ফোরের তিন ম্যাচে তিনি একাদশে ছিলেন না। ফলে পাকিস্তান আজ সম্ভবত অপরিবর্তিত একাদশ নিয়েই নামবে।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ:
সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসাইন তালাত, মোহাম্মদ নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), শাহীন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।
ম্যাচের গুরুত্ব
ফাইনাল জিতলেই পাকিস্তানকে ‘হোয়াইটওয়াশ’ করার সুযোগ থাকবে, আর হারলে আগের দুটি জয়ও মূল্য হারাবে। এমন পরিস্থিতিতে ভারত ও পাকিস্তান আজ শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে। ভারত চাইবে ফাইনালের জয় দিয়ে নিজেদের উত্তেজনা শেষ করবে, পাকিস্তান চেষ্টা করবে আগের পরাজয় মুছে দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার।