ছবি: সংগৃহীত।
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা কক্সবাজারের স্থানীয় জনগণের মৌলিক অবকাঠামো ও জরুরি সেবা উন্নয়নে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৮৬.৭ মিলিয়ন ডলারের অনুদান ও ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে ৫৮.৬ মিলিয়ন ডলার অনুদান এবং ২৮.১ মিলিয়ন ডলার স্বল্পসুদে ঋণ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) চুক্তি স্বাক্ষর হয়।
সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং চুক্তিতে সই করেন।
প্রকল্পের আওতায় পানি, স্যানিটেশন, স্বাস্থ্য, বিদ্যুৎ, খাদ্য নিরাপত্তা ও সড়ক যোগাযোগ উন্নয়ন করা হবে।
এছাড়া, কক্সবাজারে সোলার স্ট্রিটলাইট, ভাসানচরে পয়ঃনিষ্কাশন ও বায়োগ্যাস ব্যবস্থা, হাতিয়ায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং কক্সবাজারের ৯ উপজেলায় ক্ষুদ্র পাইপযুক্ত পানি সরবরাহ ব্যবস্থা চালু করা হবে।
বর্তমানে কক্সবাজারের ৩৩টি শিবিরে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা এবং নোয়াখালীর ভাসানচরে প্রায় ৩৬ হাজার রোহিঙ্গা বসবাস করছে।