প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:২৫ (বুধবার)
খাগড়াছড়ির জুম্ম ছাত্র-জনতার ছয়জন প্রতিনিধি ইউপিডিএফ সদস্য: পার্বত্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানিয়েছেন, খাগড়াছড়িতে অবরোধ ডাকার সংগঠন ‘জুম্ম ছাত্র-জনতা’-এর ছয়জন প্রতিনিধি পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সঙ্গে যুক্ত।

সোমবার রাতে রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সুপ্রদীপ চাকমা বলেন, ‘ছয়জনেই ইউপিডিএফ-এর। আমি একে একে তাঁদের জিজ্ঞাসা করেছি, তাঁরা স্বীকার করেছেন।’ তিনি উল্লেখ করেন, ‘কোনো অপরাধ হয়নি, মতাদর্শ থাকতে পারে, তবে গত কয়েক দিনে যেভাবে তারা কার্যক্রম চালিয়েছে তা পরিপক্ক হয়নি।’

উপদেষ্টা আরও বলেন, ‘তারা সব সময় ‘সেনা হটাও’ স্লোগান দেন, কিন্তু বাস্তবতা রয়েছে। এই বাস্তবতার বাইরে এত সহজে যাওয়া সম্ভব নয়। এমন দিনও আসবে, যখন আমরা তাঁদের জোর করে ধরে রাখতে পারব না।’

পূজামণ্ডপ পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ ও জেলা পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন।

জুম্ম ছাত্র-জনতার ছয়জন প্রতিনিধি হলেন কৃপায়ন ত্রিপুরা, ছদক চাকমা, পিন্টু চাকমা, তোষিতা চাকমা, মানিক চাকমা ও বাগীশ চাকমা।

তাদের মুখপাত্র কৃপায়ন ত্রিপুরা দাবি করেন, ইউপিডিএফ-এর সঙ্গে তাঁদের সম্পর্ক সংক্রান্ত মন্তব্য ‘উদ্দেশ্যমূলক, অপমানজনক ও ভিত্তিহীন’ এবং উপদেষ্টা এই বক্তব্য প্রত্যাহার না করলে তারা কোনো আলোচনায় অংশ নেবে না।খাগড়াছড়িতে অবরোধ চলমান এবং জনগণের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা। ইউপিডিএফ-এর অন্যতম সংগঠক অংগ্য মারমা জানিয়েছেন, ওই ছয়জন তাদের সদস্য বা কর্মী নন।

,