প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫ ২২:১১ (বুধবার)
সোশ্যাল মিডিয়ায় নেই পুতিন

ছবি: ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট চালাবেন না বলে জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ।

রুশ বার্তা সংস্থা তাস–কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।

পেসকভ বলেন, ‘পুতিন ক্রেমলিনের আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমেই সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিত থাকবেন। তবে তিনি নিজে সরাসরি এসব প্ল্যাটফর্মে যুক্ত হতে চান না।’

মুখপাত্রের ভাষায়, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত বিষয়গুলো নিয়মিতভাবে পুতিনকে অবহিত করা হয়।

এছাড়া তার পরিবার ও ঘনিষ্ঠজনরাও মাঝে মাঝে অনলাইনের তথ্য তার সঙ্গে শেয়ার করেন।

উল্লেখ্য, ২০১৭ সালে পুতিন নিজেই জানিয়েছিলেন, ব্যস্ত সময়সূচির কারণে তিনি ইন্টারনেট ব্রাউজ করার সুযোগ পান না। অবসর সময়ে তিনি শরীরচর্চা, সংগীত শোনা কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করেন।

সে সময় তিনি বলেছিলেন, ‘সময়কে আমি এমনভাবে ভাগ করি, যাতে সৃজনশীল বিকাশের সুযোগ থাকে। সংগীত শোনা, খেলাধুলা বা বন্ধুদের সঙ্গে আড্ডা না দিলে সময়ের কোনো মানে থাকে না।’

পুতিন মোবাইল ফোন ব্যবহারে অনাগ্রহী বলেও পরিচিত।

তার ঘনিষ্ঠ মহলের দাবি, এটি মূলত নিরাপত্তার জন্য জরুরি পদক্ষেপ। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন ফাঁস করা নথিতে প্রকাশ পায়, যুক্তরাষ্ট্র বিদেশি নেতাদের ফোনে আড়ি পাতত। এমনকি ঘনিষ্ঠ মিত্র জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলও এর শিকার হয়েছিলেন।