কবি ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, স্বাস্থ্য কমিশনের পুরো প্রতিবেদনে সত্যিকার অর্থে কোনো ভালো কথা নেই।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ও স্বাস্থ্য আন্দোলনের যৌথ সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফরহাদ মজহার বলেন, ‘সরকার অনেকগুলো কমিশন করেছে, তার মধ্যে একটি হলো স্বাস্থ্য কমিশন। প্রতিবেদনটি পড়লে দেখবেন অনেক কথাবার্তা আছে যা মানুষকে বিভ্রান্ত করার জন্য বলা হয়েছে। কিন্তু এতে সত্যিকারের ভালো কিছু নেই। কারণ ‘সবার জন্য স্বাস্থ্য’ এর বিষয়টি এতে অন্তর্ভুক্ত হয়নি।’
তিনি আরও যোগ করেন, ‘সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করা জনগণের দাবির মূল বিষয়। এত বড় গণঅভ্যুত্থানের পরও এই সরকারের পক্ষ থেকে জনগণের পক্ষে সেই অবস্থান দেখা যায়নি। জনগণ চেয়েছিল, আগের সরকার যা করতে পারেনি, নতুন সরকার তা করে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে, কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. শরীফুল ইসলাম সভাপতিত্ব করেন। এছাড়া সংগঠনের মহাসচিব মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল এবং অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।