ছবি: সংগৃহীত।
সিলেটের কানাইঘাট উপজেলার সড়কেরবাজারে এক ভবঘুরে নারীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে বাজার ব্যবসায়ী সমিতি।
আটক ব্যক্তিরা হলোঃ দিঘীপাড় ইউনিয়নের মানিকপুর গ্রামের হোটেল কর্মচারী দুলাল আহমদ (৩০) এবং একই ইউনিয়নের করচটি নালুয়ারা গ্রামের ফয়জুর রহমানের ছেলে মিশুকচালক জাকারিয়া (৪০)।
কানাইঘাট থানার পুলিশ জানায়, শুক্রবার (৪ অক্টোবর) বেলা আড়াইটার দিকে সড়কেরবাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা দুজনকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিরাপত্তা হেফাজতে নেয়।
স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, বৃহস্পতিবার গভীর রাতে ওই দুইজন মিলে এক ভবঘুরে নারীকে জোরপূর্বক একটি গুদামে নিয়ে ধর্ষণ করে। ঘটনার বিষয়টি শুক্রবার সকালে বাজারের নৈশ প্রহরীরা ব্যবসায়ী সমিতিকে জানালে তারা আজ শনিবার দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
তবে পুলিশ জানিয়েছে, আক্রান্ত নারীর নাম-পরিচয় বা ঠিকানা কেউ জানাতে পারেননি। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগও পাওয়া যায়নি।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, ভিকটিমের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি এবং লিখিত অভিযোগও জমা পড়েনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।