ছবি: অক্ষয় কুমার
বলিউড তারকা অক্ষয় কুমার আবারও আলোচনায়- আর তা কোনো সিনেমা বা স্টান্ট নয়, বরং তার অদ্ভুত প্রশ্নবানে! ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আম খাওয়া নিয়ে প্রশ্ন করে ভাইরাল হয়েছিলেন তিনি। সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন এবার ‘কমলালেবু’ প্রসঙ্গে।
মঙ্গলবার (৭ অক্টোবর) মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে এক জনাকীর্ণ আলোচনাসভায় সাক্ষাৎকার নিচ্ছিলেন অক্ষয়।
শুরুতেই তিনি বলেন, ‘এটি আমার জীবনে দ্বিতীয় সাক্ষাৎকার নেওয়া মানুষ; প্রথমজন ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।’
এরপরই পুরোনো ঘটনার প্রসঙ্গ টেনে অক্ষয় বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম- আপনি কীভাবে আম খান? সবাই তখন আমাকে নিয়ে মশকরা করেছিল। কিন্তু আমি নিজেকে বদলাতে পারব না।’
এরপর নাগপুরের বিখ্যাত কমলালেবুর প্রসঙ্গ তুলে তিনি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন, ‘আপনার কমলালেবু খেতে কেমন লাগে?’
অক্ষয়ের প্রশ্ন শুনে মুখ্যমন্ত্রী হাসতে হাসতে বলেন, তিনি কমলালেবু খুব ভালোবাসেন এবং প্রায় প্রতিদিনই খান।
তিনি আরও জানান, এক অভিনব উপায়ে কমলালেবু খান- লেবুটি মাঝখান থেকে কেটে তার ওপর লবণ ছিটিয়ে আমের মতো করে খান।
এই নতুন কৌশল শুনে বিস্মিত অক্ষয় কুমার হেসে বলেন, ‘ঠিক আছে, এবার আমিও এভাবে খাওয়ার চেষ্টা করব। আজ একটা নতুন জিনিস শিখলাম।’
অক্ষয়ের এই সরল অথচ মজার প্রশ্নে শুরু হয়েছে নতুন মিমের বন্যা।
নেটিজেনরা মজা করে বলছেন- ‘আমকাণ্ড’ শেষে এখন নাকি শুরু হয়েছে ‘কমলালেবুকাণ্ড’।