ছবি: সংগৃহীত
মৌলভীবাজার সদর উপজেলার ঢাকা বাস স্ট্যান্ড এলাকা থেকে ইলিয়াস আলীর পিতা খুর্শিদ আলী (৬৫) নামে এক প্রবীণ ব্যক্তিকে প্রকাশ্যে অপহরণের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে গত ৭ অক্টোবর ২০২৫, দুপুর আনুমানিক ১টার সময়।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ অনুযায়ী, আদালতে মামলা (নং–১২৮/২০১৪) হাজিরা দিয়ে ফেরার পথে খুর্শিদ আলী মৌলভীবাজার সদর মডেল থানাধীন ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় সিলেটগামী বাসে উঠছিলেন।
এ সময় মো. আব্দুল ছালেক (৩১), পিতা মো. আব্দুল জলিল, সাং আনিকেলিবুদা (১২নং গিয়াসনগর ইউনিয়ন, মৌলভীবাজার) ও তার তিনজন সহযোগী জোরপূর্বক খুর্শিদ আলীকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। অপহরণের সময় খুর্শিদ আলীর সঙ্গে তার ভাতিজা মো. আহমদ আলী (৪৬) উপস্থিত ছিলেন।

তিনি জানান, অপহরণকারীরা তাকেও ধরার চেষ্টা করলে তিনি কোনোমতে পালিয়ে আসেন। পরে তিনি বিষয়টি পরিবারের সদস্যদের জানান।
পরিবারের অভিযোগ, অভিযুক্ত আব্দুল ছালেকের সঙ্গে পূর্বের একটি মামলা নিয়ে দ্বন্দ্ব ছিল। অপহরণের পর অভিযুক্তের ব্যবহৃত নম্বর ০১৭৭৬-১৮৮৭৭৩ থেকে খুর্শিদ আলীর পরিবারের সদস্যদের মোবাইল ফোনে ওয়াটসঅ্যাপে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করা হয়।
খুর্শিদ আলীর ছেলে ইলিয়াস আলী জানান, 'আমরা প্রথমে বিশ্বনাথ থানায় গেলে ওসি সাহেব আমাদের মৌলভীবাজার সদর মডেল থানায় অভিযোগ করতে বলেন। সেখানে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মামলা না নিয়ে নানা অজুহাত দেখিয়ে আমাদের ফিরিয়ে দেন। এখন আমরা চরম উদ্বেগের মধ্যে আছি।'
ইলিয়াস আলী ইতোমধ্যে পুলিশের ডিআইজির কাছে লিখিত আবেদন করে তার পিতাকে উদ্ধারের অনুরোধ জানিয়েছেন।
পরিবারের দাবি, খুর্শিদ আলীকে দ্রুত উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।