প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫ ১৮:৩৬ (বুধবার)
শরৎ প্রায় বিদায় নিচ্ছে, আর হেমন্ত যেন ধীরে ধীরে প্রাকৃতিক রঙের পাল্টা ছোঁয়া আনছে

ছবি: ইমজা নিউজ

শরৎ প্রায় বিদায় নিচ্ছে, আর হেমন্ত যেন ধীরে ধীরে প্রাকৃতিক রঙের পাল্টা ছোঁয়া আনছে। কিন্তু শরতের এই শেষ সময়ে, চা-বাগানের পাতা এখনও বয়ে নিয়ে যাচ্ছে শরতের স্বপ্নময় নীল আকাশ আর সাদা মেঘের খেলায়। প্রকৃতি যেন তার রঙের ক্যানভাসে শেষ মুহূর্তের ছোঁয়া রেখেছে-পাতার নরম সবুজ, সূর্যের হালকা সোনালি আলো, আর আকাশের অশেষ নীল। এই চা-বাগানের নীরবতা, সেই সাদা মেঘের ভেলা, আর হাওয়ার নরম ছোঁয়া মিলিয়ে একটি শান্ত ও হেমন্তের আগমনের পূর্বাভাস দিয়ে যাচ্ছে শরতেই এই সময়। ছবিগুলো সিলেটের দলদলী চা-বাগান থেকে তোলা।

শরতের নরম আলো চা-বাগানের প্রতিটি পাতার সাথে খেলে, যেন প্রকৃতি নিজেই আঁকছে একটি শান্ত ছবির ক্যানভাস।

পাতাগুলো হালকা দুলছে, যেন চা-বাগানও শরতের বিদায়ের গান গাইছে।

সূর্যের সোনালি আভা পাতার উপর পড়ে দিচ্ছে স্বপ্নময় ছায়ার খেলা।

চা-বাগানের এই নীরবতা মনকে শীতল করে, শুধুই ছবি নয়, অনুভবের জায়গা।

হালকা হাওয়ায় পাতাগুলো নাচছে, আর আকাশের মেঘ যেন সেই নাচের সঙ্গীত হয়ে উঠেছে।

শরতের শেষ  রোদ আর হেমন্তের আগমনের নীরব সংলাপ, চা-বাগান যেন সেই মুহূর্তকে ধারণ করে রেখেছে।