প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫ ২১:৩০ (বুধবার)
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিদের বাড়ি ভাতা বাড়াতে লিগ্যাল নোটিশ

ছবি: সংগৃহীত।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয় পে স্কেল ২০১৫ অনুযায়ী বেতনের আনুপাতিক হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি ও অন্যান্য চাকরির সুবিধা নিশ্চিত করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ অকেবটাবর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া এ নোটিশ পাঠান। শিক্ষা সচিব, আইন সচিব, অর্থ সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নোটিশটি প্রেরণ করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, দেশে বর্তমানে প্রায় ৩০ হাজার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৬ লাখ শিক্ষক-কর্মচারী কর্মরত। ২০০৬ সাল থেকে তারা সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন পেলেও বাড়ি ভাড়া ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। অথচ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা জাতীয় পে স্কেল ২০১৫ অনুযায়ী বাড়ি ভাড়া পাচ্ছেন।

নোটিশে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে মাত্র ৫০০ টাকা বাড়ি ভাড়া নির্ধারণ করেছে, যা বর্তমান বাজারমূল্য ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ এবং শিক্ষক সমাজের প্রতি অবমাননাকর।

আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া নোটিশে উল্লেখ করেন, এই বৈষম্যমূলক আচরণ বাংলাদেশের সংবিধানের ২৭, ২৯ ও ৩১ অনুচ্ছেদের পরিপন্থি। সরকারি চাকরিজীবীরা যেখানে বেতনের আনুপাতিক হারে বাড়ি ভাতা পাচ্ছেন, সেখানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এ অধিকার থেকে বঞ্চিত করা বৈষম্য ও অবিচারের শামিল।

তিনি আরও বলেন, ‘দেশ জাতীয় নির্বাচনমুখী সময়ে শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে বাধ্য করা একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি করবে।’

নোটিশে আগামী তিন দিনের মধ্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন স্কেল অনুযায়ী বাড়ি ভাতা নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও এতে সতর্ক করা হয়েছে।