প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫ ১৪:৫৭ (মঙ্গলবার)
শ্রীমঙ্গলে চা বাগানের শিশুদের জন্য দিনব্যাপী ক্যারিয়ার গঠন সেমিনার

ছবি: সংগৃহীত।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহযোগীতায় ও মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের (বিডি ০৪০৫) ও চ্যারিটেবল ট্রাস্ট অফ সিলেট প্রেসবিটারিয়ান সিনড এর আয়োজনে কালিঘাট ইউপির জাগছড়া চা বাগানে প্রকল্পের শিশু শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী ক্যারিয়ার গঠন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০অক্টোবর) সকাল ১১ ঘটিকায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প কার্যালয়ের হলরুমে আয়োজিত প্রকল্পের শিশু ও যুব শিক্ষার্থীদেরকে  সরকারী ও বেসরকারি পর্যায়ে ক্যারিয়ার গঠন বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন সেমিনারের প্রধান অতিথি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর। এছাড়াও সেমিনারে অনলাইন ব্যাবসা ও ফ্রীন্যান্সিং নিয়ে আলোচনা করেন ফ্রীন্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট সঙ্গীতা স্টেলা চাম্বুগং, উদ্যোক্তা ও ব্যাবসায় বক্তব্য তুলে ধরেন নটরডেম স্কুল এন্ড কলেজের এইচ,আর, টেরেন্স জাকারিয়াস পেরেরা।

এসময় সেমিনারে উপস্থিত ছিলেন দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প জাগছড়া (বিডি-০৪০৫) এর প্রকল্প চেয়ারম্যান, ফিলা পতমী, প্রকল্প ব্যাবস্থাপক লুকাস রাংসাই, শিশু উন্নয়ন কর্মী মিসপি দাস, ইমপ্লিমেন্টর রিবিকা মহাপাত্র, শিক্ষক মেমোরিয়াল খংলা, ইমপ্লিমেন্টর প্রতিমা ম্রং প্রমুখ।

উক্ত সেমিনারে মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।