প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫ ১৮:৩২ (বুধবার)
অক্টোবরেই ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়

ছবি: সংগৃহীত।

অক্টোবর মাসে বঙ্গোপসাগরে অন্তত তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সম্প্রতি প্রকাশিত মাসিক দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি অক্টোবর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কিছুটা কমলেও তা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে।

এ মাসে সারা দেশে দুই থেকে চার দিন মাঝারি থেকে তীব্র বজ্রবৃষ্টি এবং তিন থেকে পাঁচ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে, অক্টোবর মাসে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব পার্বত্য অঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

এ ছাড়া চলতি মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ২৫ থেকে ৪ দশমিক ২৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৫ থেকে ৭ ঘণ্টা থাকার সম্ভাবনাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।