প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫ ১৮:৫২ (বুধবার)
বিশ্ববাজারে তেলের দাম কমেছে

ছবি: সংগৃহীত।

ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর বৈশ্বিক বাজারে তেলের দাম কমেছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ঝুঁকি কিছুটা প্রশমিত হওয়ায় শুক্রবার আন্তর্জাতিক বাজারে এই পতন দেখা যায়।

লন্ডন সময় সকাল ১০টা ১৬ মিনিটে (জিএমটি) ব্রেন্ট ক্রুডের দাম ৬৬ সেন্ট বা ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৪ দশমিক ৫৬ ডলারে নেমে আসে।

অপরদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৬১ সেন্ট বা ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬০ দশমিক ৯০ ডলারে দাঁড়ায়।

এসইবি ব্যাংকের প্রধান পণ্য বিশ্লেষক বজারনে শিলড্রপ বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া শুরু হওয়ায় বাজারে স্বস্তি ফিরেছে। এতে সুয়েজ খাল ও লোহিত সাগর দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের ঝুঁকিও কমবে বলে তিনি মন্তব্য করেন।

তবে সপ্তাহের হিসেবে ব্রেন্টের দাম এখনও প্রায় ১ শতাংশ বেড়ে আছে, আর ডব্লিউটিআই তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহে উভয় সূচকেই বড় ধরনের পতন দেখা গিয়েছিল।

উল্লেখ্য, বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরাইল ও ফিলিস্তিনি সংগঠন হামাস গাজা যুদ্ধের প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তিতে সই করে। চুক্তি অনুযায়ী, ইসরাইল আংশিকভাবে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে এবং হামাস আটক সব ইসরাইলি বন্দিকে মুক্তি দেবে। বিনিময়ে ইসরাইলও শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।