যেন ওই ব্যাগের সেলাইয়ে গাঁথা
দুপুরের শহরে হঠাৎ নেমে এলো ঝুম বৃষ্টি। ব্যস্ত নগরের মানুষ আশ্রয় নিলো ছাউনি, দোকানের বারান্দা কিংবা গাছের নিচে। কিন্তু এই মানুষটির আশ্রয় কেবলই ভেজা রাস্তা। মাথায় পুরোনো গামছা, কাঁধে ছেঁড়া ব্যাগ—জীবনের সমস্ত বোঝা যেন ওই ব্যাগের সেলাইয়ে গাঁথা। পায়ে চলার শক্তি হারিয়েও থেমে নেই তিনি; দুই হাতের ভরেই এগিয়ে চলেন জীবনের পথে।
বৃষ্টির প্রতিটি ফোঁটা তাঁর শরীর ভিজিয়ে দিলেও থামাতে পারেনি তাঁর চলা, যেন সেই চলাই তাঁর অস্তিত্বের প্রমাণ। এই দৃশ্য শুধু এক ভবঘুরের নয়, এ যেন পুরো মানবজীবনের প্রতিচ্ছবি-যেখানে বৃষ্টি মানে কষ্ট, কিন্তু কষ্টের মধ্যেও টিকে থাকার এক নীরব জেদ।
ভিজে শরীর, ভেজা মাটি, আর নিরলস সংগ্রামের সেই মুহূর্ত !
সব মিলিয়ে ছবিটিতে ফুটে উঠেছে জীবনের নির্মম অথচ হৃদয় ছোঁয়া বাস্তবতা, যা আমাদের থমকে দেয়, ভাবায়, এবং শেখায়, বেঁচে থাকা মানে লড়াই করে এগিয়ে যাওয়া।.jpg)
দুই হাতের ভরেই এগিয়ে চলেন জীবনের পথে।