প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫ ১৫:৩৭ (বুধবার)
সিলেটের উন্নয়নের দাবিতে কেন্দ্রীয় শহীদমিনারে ৪৮ ঘন্টা  ধরে অনশন করছেন আব্দুল্লাহ আল মামুন

ছবি: ইমজা নিউজ

সিলেট কেন্দ্রীয় শহীদমিনারের সামনে ৪৮ ঘণ্টা ধরে অনশন চালাচ্ছেন যুবক আব্দুল্লাহ আল মামুন। তিনি সরকারের কাছে দাবি জানিয়েছেন, সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেন নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে হবে এবং সিলেটের উন্নয়নের জন্য বিশেষ বাজেট ঘোষণা করা উচিত।

মামুন আরও বলেন, সিলেট-ঢাকা ট্রেনের ডবল লাইন নির্মাণ এবং ট্রেন সংখ্যা বৃদ্ধি, পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন, সিলেট বিমানবন্দরের আধুনিকায়ন ও ডোমেস্টিক ও আন্তর্জাতিক ফ্লাইট সংখ্যা বাড়ানো অপরিহার্য। এছাড়া তিনি সিলেট থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের দাম কমানো এবং সিলেটের পর্যটন খাতের উন্নয়নের জন্য বিশেষ বাজেট দাবি করেন।

 সুজন এই অনশনের সমর্থনে বলেন, ‘সিলেট দীর্ঘদিন ধরেই সড়ক, রেল ও বিমান যোগাযোগের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। সরকারের উচিত দ্রুত পরিকল্পনা বাস্তবায়ন করে সিলেটকে বাংলাদেশের অর্থনৈতিক ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ শহরে পরিণত করা। পর্যটন, শিক্ষা ও পরিবহন খাতে বিনিয়োগ বাড়ানো হলে শহরের অর্থনীতি ও জনজীবন আরও সমৃদ্ধ হবে।’