প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫ ১৯:৫৭ (মঙ্গলবার)
শ্রীমঙ্গলে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন  

ছবি: সংগৃহীত।

‘আমি কন্যাশিশু স্বপনো গড়ি সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি'- এ প্রতিপাদ্যকে সামনে রেখে চা'বাগানের শিশু উন্নয়ন প্রকল্পে পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’-এর সহযোগিতায়িএবং মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের (বিডি ০৪০৫) ও চ্যারিটেবল ট্রাস্ট অফ সিলেট প্রেসবিটারিয়ান সিনড এর আয়োজনে কালিঘাট ইউপির জাগছড়া চা বাগানের প্রকল্পের শিশু ও অভিভাবকদের নিয়ে জাতীয় কন্যা শিশু দিবসে দিনব্যাপী চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১অক্টোবর) সকাল ১১ ঘটিকায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প কার্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন মধ্য ও দক্ষিন বাংলাদেশ জাগছড়া প্রকল্পের চেয়ারম্যান ফিলা পতমী।

এসময় প্রকল্পের কন্যা শিশুদের স্বাস্থ্য, শিক্ষাসহ তাদের মৌলিক অধিকার নিশ্চিতে আলোচনা সভায় বক্তব্য দেন সভার প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আকতার।

তিনি বলেন, ‘চা-বাগানের কন্যা শিশুরা তাদের নিজ মৌলিক অধিকার প্রাপ্য থেকে এখনও অনেকাংশে পিছিয়ে আছে।’

শিক্ষা, স্বাস্থ্যসহ তাদের সকল অধিকার প্রাপ্তিতে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি ছিলেন- ইউপি সদস্য মিঠুন সিং রাউতিয়া, ৯ নং ওয়ার্ড সদস্য রুপচাঁন রবিদাশ, নারী সদস্য লক্ষী রানী প্রজাপতি। 

এসময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প জাগছড়া (বিডি-০৪০৫) ব্যাবস্থাপক লুকাস রাংসাই, ইমপ্লিমেন্টর রিবিকা মহাপাত্র, প্রতিমা ম্রং, শিক্ষক মেমোরিয়াল খংলা প্রমুখ।

উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনে মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উপকারভোগী ১২০ জন শিশু ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকল্পের শিশুদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।