ছবি:এ আর রাহমান
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন জীবনের প্রায় সব ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। তবে এর ব্যবহার নিয়ে বিতর্কও বাড়ছে, বিশেষ করে বিনোদন ও সংগীত শিল্পে। এবার এ বিষয়ে মুখ খুললেন অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রাহমান।
এনডিটিভি গুডটাইমসের ‘সাউন্ডস্কেপ’ অনুষ্ঠানে অভিনেত্রী শ্রুতি হাসানের সঙ্গে এক সাক্ষাৎকারে রাহমান বলেন, ‘এআই সংগীত ও সৃজনশীল শিল্পের পরিবেশকে নতুনভাবে রূপ দিচ্ছে, তবে এই প্রযুক্তির অপব্যবহার রোধে কঠোর নিয়ম প্রয়োজন।’
রাহমান বলেন, ‘আমরা এমন এক সময়ের মধ্যে আছি, যেখানে এখনই কিছু নিয়ম বেঁধে দেওয়া দরকার। কেউ যেন অন্যের পরিচয় ব্যবহার করে তা বিকৃত করতে না পারে। এমন নিয়ম তৈরি করতে হবে, যাতে সৃজনশীল মানুষরা তাঁদের কাজের স্বাধীনতা বজায় রাখতে পারেন, অথচ পরিচয় চুরি বা বিকৃতির আশঙ্কা না থাকে।’
তিনি মনে করেন, সৃজনশীল মানুষের অধিকার রক্ষায় সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর এখনই ব্যবস্থা নেওয়া জরুরি।
এর আগে গীতিকবি ও চিত্রনাট্যকার জাভেদ আখতারও এআই ও মানবসৃষ্ট সৃজনশীলতার সম্পর্ক নিয়ে মত প্রকাশ করেছিলেন।
তিনি বলেন, ‘এআই কখনোই মানুষের সৃজনশীল প্রবৃত্তি ও অন্তর্দৃষ্টি প্রতিস্থাপন করতে পারবে না। এটি চিঠি লিখতে পারে, সরকারি নোট তৈরি করতে সাহায্য করতে পারে, কিন্তু সৃজনশীলতা মানুষের অনুভূতি, ব্যথা ও অভিজ্ঞতার ফসল।’
জাভেদ আখতার আরও বলেন, ‘এআইয়ের কোনো ট্রমেটিক শৈশব নেই, কোনো মায়ের মৃত্যু বা প্রেমভঙ্গের যন্ত্রণা নেই। সৃজনশীলতা শুধু যুক্তির ফল নয়, এটি ব্যথা, হৃদয়ভঙ্গ ও জীবনের অভিজ্ঞতা থেকে জন্ম নেয়- যা কোনো মেশিনের পক্ষে সম্ভব নয়।’