প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫ ২২:৪৯ (বুধবার)
সিলেটে দমকা হাওয়াসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

ছবি: সংগৃহীত।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সঙ্গে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে।

সিলেটের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব জানান, থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শনিবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টার দিকে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭%, আর বিকেল ৬টার দিকে ৯২%।

বৃষ্টিপাতের পরিসংখ্যানে দেখা গেছে, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ১৩.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়।

এরপর শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রেকর্ড করা হয় ১৪.৮ মিলিমিটার বৃষ্টি।

সিলেটে আগামীকাল রবিবার (১২ অক্টোবর) সূর্যোদয় হবে সকাল ৫টা ৪৯ মিনিটে, আর সূর্যাস্ত বিকেল ৫টা ২৮ মিনিটে।

আবহাওয়াবিদদের মতে, হঠাৎ করে ঘনিয়ে আসা এই বৃষ্টি যেমন প্রকৃতিতে শীতের আগমনী বার্তা দিচ্ছে, তেমনি তা জনজীবনেও ফেলতে পারে সাময়িক প্রভাব।