প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫ ২১:১৪ (বুধবার)
বিদায় নিচ্ছে মৌসুমী বায়ূ

ছবি: সংগৃহীত।

দেশজুড়ে বৃষ্টিপাত কমে এসেছে। মৌসুমি বায়ুর প্রবণতা কমে আসায় দেশের আবহাওয়া শীতল এবং সর্বোচ্চ তাপমাত্রা নেমে এসেছে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। এর ফলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু দেশ থেকে বিদায় নিতে পারে।

আসন্ন ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস:

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত: চট্টগ্রাম ও সিলেটের দু’এক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (১৪-১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত: চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মঙ্গলবার ও বৃহস্পতিবার দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, বুধবার দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত: চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।