প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫ ২১:২৮ (মঙ্গলবার)
’হুবহু প্রতিবেদন’ প্রকাশ: ময়মনসিংহে ১১টি পত্রিকার ডিক্লারেশন বাতিল

ছবি: সংগৃহীত।

চলতি বছরের ৮ এপ্রিল দুটি পাতার সব প্রতিবেদন হুবহু প্রকাশের অভিযোগে ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১টি সংবাদপত্রের ঘোষণাপত্র (ডিক্লারেশন) বাতিল করেছে জেলা প্রশাসন।

গত বৃহস্পতিবার এই আদেশ জারি হলেও রবি ও সোমবার সংশ্লিষ্ট সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশকদের কাছে চিঠি পৌঁছানো হয়েছে।

ডিক্লারেশন বাতিল হওয়া পত্রিকাগুলো হলো- দৈনিক আজকের ময়মনসিংহ, দৈনিক দেশের খবর, দৈনিক বিশ্বের মুখপত্র, দৈনিক ঈষিকা, দৈনিক অদম্য বাংলা, দৈনিক আলোকিত ময়মনসিংহ, দৈনিক দিগন্ত বাংলা, দৈনিক জাহান, দৈনিক কিষানের দেশ, হৃদয়ে বাংলাদেশ, সাপ্তাহিক পরিধি।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবীবা মীরা জানান, ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইনের কিছু ধারা লঙ্ঘন করে এই সংবাদপত্রগুলো প্রকাশিত হচ্ছিল। অনুমোদনবিহীন ছাপাখানা থেকে পত্রিকা প্রকাশ এবং ছাপাখানার স্থান পরিবর্তন ছাড়া প্রকাশ করার কারণে তাদের ডিক্লারেশন বাতিল করা হয়েছে।

এর আগে চলতি বছরের ৮ এপ্রিল জেলা প্রশাসন ১৩টি সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশকদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছিল। পত্র পাওয়ার ৫ কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছিল। শোকজ করা ১৩টির মধ্যে দুইটি পত্রিকা (দৈনিক সবুজ ও দৈনিক নিউ টাইমস) বাদ দিয়ে বাকি ১১টির ডিক্লারেশন বাতিল করা হলো।

ডিক্লারেশন বাতিলের চিঠি প্রকাশিত সংবাদপত্রগুলোর সম্পাদক ও প্রকাশকদের ফোনে জানানো হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেল চারটা পর্যন্ত ছয়টি সংবাদপত্র চিঠি পেয়েছে, বাকি সংবাদপত্র এখনো চিঠি হাতে পাননি।

দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা সম্পাদক আ ন ম ফারুক বলেন, ‘চিঠি পাওয়ার পর করণীয় ঠিক করবেন।

দৈনিক দেশের খবর সম্পাদক এফ এম এ ছালাম জানিয়েছেন, ‘রিভিউ করার সুযোগ পেলে রিভিউ করব, তা না হলে হাইকোর্টে যাব।’

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল হওয়ায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে দীর্ঘদিন ধরে ছাপাখানার মেশিন সমস্যার কারণে কিছু পত্রিকা অন্য ছাপাখানায় থেকে প্রকাশিত হচ্ছিল। সংশ্লিষ্ট পত্রিকাগুলো ছাপাখানার মেশিন বসানোর কাজ চলছে।