প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫ ১৪:২৪ (বুধবার)
তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান, সচিবালয় অভিমুখে লংমার্চ সম্ভাবনা

ছবি: সংগৃহীত।

তিন দফা দাবিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

আন্দোলনকারীরা জানাচ্ছেন, তারা শিক্ষা উপদেষ্টার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অনুরোধ করলে তারা বিকাল ৪টা পর্যন্ত সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পিছিয়ে দিয়েছেন। এই সময়ের মধ্যে তাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হলে তারা সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করবেন।

‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষা উপদেষ্টার আলোচনার প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করেছি। আমাদের একটাই দাবি, প্রজ্ঞাপন দিতে হবে, কোনো আলোচনার সুযোগ নেই।’

দুপুর পৌনে ১২টায় পুলিশ ও রমনা বিভাগের ডিসি মাসুদ আলমসহ একটি দল শহীদ মিনারে উপস্থিত হয়ে লংমার্চ পেছানোর জন্য অনুরোধ করেন। দেলাওয়ার হোসেন বলেন, ‘এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ কল করে লংমার্চ স্থগিত করার অনুরোধ জানিয়েছেন। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রজ্ঞাপন ছাড়া লংমার্চ স্থগিত করা হবে না। বিকাল ৪টা পর্যন্ত দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হলে সচিবালয় অভিমুখে লংমার্চ করব।’

শিক্ষক-কর্মচারীরা আজ সকালে শহীদ মিনারে হাজির হয়ে মূল তিনটি দাবি উত্থাপন করেছেন-

মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম ৩,০০০ টাকা) বৃদ্ধি,

শিক্ষক ও কর্মচারীর জন্য চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা করা,

কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।

অবস্থান কর্মসূচি ও লংমার্চের প্রস্তুতি এখনও চলমান রয়েছে।