ছবি: সংগৃহীত।
শারজার টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশ ওয়ানডে সিরিজে উল্টো মুখে পড়েছে। আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ লজ্জা এড়ানোর লড়াই করছে।
সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ব্যাটিংয়ে দায়িত্বহীনতা এবং কৌশলী ইনিংস গড়তে না পারার ফলে বাংলাদেশ আফগানিস্তানের কাছে হেরে গেছে। দু’দলের কেউ আগে একে অপরকে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করতে পারেনি। তাই বাংলাদেশের সামনে শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেওয়াই এখন প্রধান লক্ষ্য।
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতাই সিরিজের সবচেয়ে বড় হতাশা। আগ্রাসী শট খেলে উইকেট হারিয়েছেন তানজিদ হাসান, সাইফ হাসানরা। মিডলঅর্ডারে তাওহিদ হৃদয়, নুরুল হাসান ও জাকের আলী একের পর এক শট খেলায় রশিদ খান ও খারোতের শিকারে পরিণত হয়েছেন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পারফরম্যান্স ঠিক থাকলেও দলকে টেনে তোলার জায়গায় এখনও তিনি পিছিয়ে।
আবুধাবির মন্থর উইকেট এবং গরম আবহাওয়া খেলোয়াড়দের ধৈর্য ও ফিটনেসের পরীক্ষা নিচ্ছে। শেষ ম্যাচে ব্যাটিং লাইনআপে কিছু পরিবর্তন আনা হতে পারে। তানজিদ হাসানের জায়গায় নাঈম শেখ এবং ফর্মহীন জাকের আলীর স্থলে শামীম হোসেনকে একাদশে দেখা যেতে পারে।
সম্ভাব্য একাদশ:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী/শামীম হোসেন, নুরুল হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশের মূল লক্ষ্য আজ জয় তুলে মানসিকতা ও র্যাংকিং উভয়ই বাড়ানো, যা আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি স্থান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ।