ছবি: সংগৃহীত।
আফগান সীমান্তে পাকিস্তানের সামরিক অভিযানে ২০০-এর বেশি তালেবান ও তাদের সহযোগী যোদ্ধা নিহত হয়েছেন। পাকিস্তানি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২৩ সেনাও প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ২৯ সেনা। খবর সামাটিভি ও আইএসপিআর সূত্রে।
পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, শত্রুপক্ষের হামলার লক্ষ্য ছিল সীমান্ত এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি ও সন্ত্রাস ছড়িয়ে দেওয়া। পাকিস্তানি বাহিনী সময়োপযোগী ও দৃঢ় পদক্ষেপ নিয়ে হামলা প্রতিহত করেছে এবং তালেবানদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, অভিযানকালে আফগান ভূখণ্ডের ২১টি তালেবান ঘাঁটি, পোস্ট ও প্রশিক্ষণকেন্দ্র ধ্বংস করা হয়েছে। পাকিস্তানি সেনারা সতর্ক করেছেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষার ব্যবস্থা যথাযথ রাখা হয়েছে।
আইএসপিআর আরও জানিয়েছে, আফগান ভূখণ্ডে সব সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চালানো হবে। তালেবান সরকারকে সতর্ক করা হয়েছে, সন্ত্রাসী সংগঠনগুলো নির্মূল না করলে পাকিস্তান আরও পাল্টা হামলা চালাবে।
সেনাবাহিনী দাবি করেছে, এই হামলা তালেবান সরকার ও ভারতের যোগসাজশে চালানো হয়েছে। মুখপাত্র বলেন, ‘উসকানিমূলক ও আঞ্চলিক শান্তির জন্য হুমকিস্বরূপ এই হামলা চলাকালীন আফগান পররাষ্ট্রমন্ত্রী ভারতের সফরে ছিলেন।’
পাকিস্তান সরকার কাবুলের কাছে দাবি জানিয়েছে, অবিলম্বে সন্ত্রাসী নেটওয়ার্কগুলোকে আশ্রয় ও সহায়তা বন্ধ করতে হবে। আইএসপিআর বলেছে, ‘পাকিস্তান এই অঞ্চলে শান্তি চায়, কিন্তু সন্ত্রাসবাদ কোনোভাবেই সহ্য করবে না।’