প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫ ১২:০৭ (বুধবার)
আরও তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান যেন থামার ফুরসতই পাচ্ছেন না! কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্ট শেষ করেই এবার তিনি নাম লিখিয়েছেন আরও তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগে।

আবুধাবি টি-টেন লিগে এবার নতুন দল রয়্যাল চ্যাম্পস-এর হয়ে খেলবেন সাকিব। দলটির অফিসিয়াল ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়েছে,‘গ্লোবাল লিজেন্ড অ্যালার্ট! সাকিব আল হাসান এখন রয়্যাল চ্যাম্পস পরিবারের সদস্য। তিনি একজন সত্যিকারের অলরাউন্ডার, ম্যাচ উইনার এবং টি-টেন ক্রিকেটের নতুন মুখ।’

এই দলে সাকিবের সতীর্থ হচ্ছেন ইংল্যান্ডের জেসন রয় ও শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস। দলের প্রধান কোচের দায়িত্বে থাকছেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ ও ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি কোর্টনি ওয়ালশ।
২০১৭ সাল থেকে আয়োজিত এই জনপ্রিয় টুর্নামেন্টের এবারের আসর শুরু হবে ১৮ নভেম্বর।

টি-টেনের পর সাকিব খেলবেন যুক্তরাষ্ট্রের গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। সেখানে তিনি প্রতিনিধিত্ব করবেন হিউস্টন রাইডার্স দলের হয়ে। এই লিগে খেলছেন আরও বেশ কিছু আন্তর্জাতিক তারকা-শ্রীলঙ্কার থিসারা পেরেরা, পাকিস্তানের ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির, এবং নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।

এ ছাড়া সাকিব অংশ নেবেন ভারতের নতুন আয়োজন ইন্ডিয়ান হ্যাভেন লিগে, যা প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কাশ্মীরের শ্রীনগরের বকশি স্টেডিয়ামে। টুর্নামেন্টটি শুরু হবে ২৫ অক্টোবর, শেষ হবে ৮ নভেম্বর।
যদিও তিনি কোন দলের হয়ে খেলবেন, তা এখনও ঘোষণা করা হয়নি। এক ভিডিও বার্তায় সাকিব নিজেই এই লিগে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আয়োজকদের দাবি, ইন্ডিয়ান হ্যাভেন লিগ শুধু আন্তর্জাতিক মানের ক্রিকেট আয়োজন নয়, বরং কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও আতিথেয়তা বিশ্বের সামনে তুলে ধরার একটি উদ্যোগ।

এর আগে কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্টে খেলেছিলেন সাকিব। তবে সেখানে ব্যাটে-বলে তেমন ভালো সময় কাটেনি তার। সাত ম্যাচে রান করেছেন মাত্র ৪৫, আর নিয়েছেন ৩ উইকেট। যদিও দলটি পৌঁছেছিল ফাইনালে।

সব মিলিয়ে বছরজুড়েই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের এই বিশ্বসেরা অলরাউন্ডার।