প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫ ১৩:৩৫ (বুধবার)
জুলাই সনদে সই করবে না এনসিপি, ‘আইনি ভিত্তি ছাড়া সনদ মূল্যহীন’- নাহিদ

ছবি: সংগৃহীত।

আইনি ভিত্তি ও আনুষ্ঠানিক আদেশ ছাড়া জুলাই সনদে স্বাক্ষর দেওয়া অর্থহীন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আইনি ভিত্তি ছাড়া এবং আদেশের নিশ্চয়তা ব্যতীত জুলাই সনদে সই করলে সেটা কেবল আনুষ্ঠানিকতা, কোনো বাস্তব মূল্য থাকবে না।’

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই ঘোষণাপত্র প্রণয়নের সময়ও আইনি ভিত্তির কথা বলা হয়েছিল। কিন্তু বাস্তবে তা হয়নি। কয়েকটি রাজনৈতিক দল একত্র হয়ে কিছু বিষয়ে ঐকমতে পৌঁছালেই হবে না-তাদের নিশ্চয়তা দিতে হবে যে, ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করা হবে। গণ-অভ্যুত্থানের পর জাতীয় ঐক্যমুক্ত কমিশনের যেই প্রক্রিয়া হবে, সেটিরও একটি আইনি ভিত্তি থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘আগামীকাল যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হতে যাচ্ছে, সেখানে আইনি আদেশ জারি না করে শুধু স্বাক্ষর করাটা কেবলমাত্র আনুষ্ঠানিকতা। জুলাই সনদ ইতিমধ্যে প্রণীত হয়েছে এবং দলগুলোর মধ্যে মূলত ঐকমত্য তৈরি হয়েছে। কিছু দলের কিছু বিষয়ে ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ থাকলেও তা স্বাভাবিক।’

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, ‘জুলাই ঘোষণাপত্র নিয়েও প্রতারণা করা হয়েছে। আমাদের দেখানো টেক্সট আর ঘোষণার সময় পাঠ করা টেক্সট এক ছিল না। শেষ পর্যন্ত এটি এক ধরনের আপসকৃত, দুর্বল ডকুমেন্টে পরিণত হয়েছে।’

তিনি স্পষ্ট করে বলেন, ‘আমরা আরেকটি অর্থহীন স্বাক্ষরের সাক্ষী হতে চাই না। আইনি ভিত্তি এবং সরকার আদেশের নিশ্চয়তা ছাড়া আমরা জুলাই সনদে সই করব না। যতদিন পর্যন্ত বিষয়টি নিশ্চিত না হবে, ততদিন এনসিপি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের অংশীদার হবে না।’

এদিকে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে মতভিন্নতার কারণে সব রাজনৈতিক দল সই করবে কি না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে বুধবার রাতে জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আকস্মিকভাবে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি তাদের আগের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করে জানায়, বাস্তবায়নের আইনি নিশ্চয়তা ছাড়া তারা স্বাক্ষর দেবে না।

তবে প্রধান উপদেষ্টা ইউনূস বৈঠকে স্পষ্ট করে বলেন, ‘আগামীকাল শুক্রবারই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হবে এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে।’