ছবি: সংগৃহীত।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। কিছু রাজনৈতিক দলের মধ্যে বৈঠক বা সনদে স্বাক্ষরই জাতীয় ঐক্য নয় বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ঢাকায় জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘জাতীয় ঐক্য মানে হবে শ্রমিক, কৃষক, শিক্ষক, ডাক্তারসহ সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে দেশের কল্যাণে কাজ করা। কিন্তু বর্তমান জাতীয় ঐকমত্য প্রক্রিয়ায় শ্রম কমিশন, স্বাস্থ্যখাত বা জনগণের মৌলিক সমস্যাগুলো নিয়ে কোনো আলোচনা নেই। সেখানে শুধু নির্বাচনী সংস্কার নিয়ে আলাপ হচ্ছে-যা গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ নয়।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘আজ ঐতিহাসিক দিনে জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আর জাতীয় শ্রমিক শক্তি রাজপথে শ্রমিকদের অধিকার রক্ষার আন্দোলন চালিয়ে যাচ্ছে। কলকারখানায় একের পর এক দুর্ঘটনা ঘটছে, অথচ শ্রমিকের জীবনের মূল্য নির্ধারণ করা হচ্ছে মাত্র দুই থেকে তিন লাখ টাকা।’
তিনি অভিযোগ করে বলেন, ‘ফ্যাসিবাদী আমলে যেসব মাফিয়া শ্রমিকদের শোষণ করেছে, তাদের আইনের আওতায় আনা হয়নি। বরং এখন তাদের ব্যবসা সুরক্ষিত রাখা হচ্ছে। যারা দেশের অর্থনীতি সচল রাখছে, সেই শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে শ্রমিক শক্তি দৃঢ় অবস্থানে থাকবে।’