প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫ ১৪:৩৫ (বুধবার)
নবীনগরে বন্ধুকে জ*বাই করে হ*ত্যা, থানায় গিয়ে আত্ম*সমর্পণ ঘা*তক বন্ধুর

ছবি: সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক চাঞ্চল্যকর ঘটনায় বন্ধুকে জবাই করে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে খায়রুল নামে এক যুবক। শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত ব্যক্তি হলেন ওই গ্রামের মো. জাকির হোসেন মিয়ার ছেলে ওমর ফারুক মিয়া। অভিযুক্ত ঘাতক খায়রুল একই গ্রামের মৃত চানু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টার দিকে খায়রুল ঘরের সিঁধ কেটে ঢুকে ওমর ফারুককে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পর সকালে সে নিজেই থানায় উপস্থিত হয়ে হত্যার দায় স্বীকার করে আত্মসমর্পণ করে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ হত্যায় ব্যবহৃত ছুরি ও অন্যান্য আলামত উদ্ধার করে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম বলেন, ‘ঘটনার পর ঘাতক খায়রুল থানায় এসে আত্মসমর্পণ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।’