ফাইল ছবি
সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে টানা চারদিন ক্লাস ও পরীক্ষা বর্জনের পর ফের ক্লাশে ফিরছেন শিক্ষার্থীরা। রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদল জোর করে কমিটি ঘোষণা করার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাশ-পরীক্ষা বর্জন করেছিলেন।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. দিলীপ কুমার ভৌমিক। তিনি জানান, এব্যাপারে একটি কমিটি গঠন করে দেয়া হয়েছিল। সেই কমিটির পরামর্শের আলোকে রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধই থাকবে।
ছাত্রদলের কমিটি ঘোষণার পর ক্যম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ তিন দফা দাবি জানিয়ে দাবি প‚রণ না হলে অনির্দিষ্টকালের জন্য ক্লাশ-পরীক্ষা বর্জন করেন। শিক্ষার্থীদের অভিযোগ, রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে জোরপুর্বক ছাত্রদলের কমিটি গঠন করে শিক্ষার পরিবেশ নষ্ট করা হয়েছে, যা প্রশাসনের ব্যর্থতা। কলেজ প্রশাসনের কাছে তারা লিখিতভাবে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা, সংশ্লিষ্টদের শাস্তি এবং রাজনীতি নিষিদ্ধ বিলবোর্ড স্থাপনের দাবি জানিয়েছেন।
জানা গেছে, দুর্গাপ‚জার ছুটির দিন ২৫ সেপ্টেম্বর শেখ রাহাতুল ইসলাম সভাপতি ও মো. ইয়াছিন ইবনে মাহবুব সাধারণ সম্পাদক করে পার্কভিউ মেডিকেল কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। ছুটি শেষে বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন।
অভিভাবকরা বলেছেন, বেসরকারি মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি চালু হলে শিক্ষার পরিবেশ নষ্ট হবে ও ভর্তি আগ্রহ কমবে। শিক্ষাবিদ অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী বলেন, বেসরকারি মেডিকেল কলেজে ছাত্র রাজনীতির সুযোগ নেই, আইনে শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কর্মকান্ড পৃষ্ঠপোষকতা নিষিদ্ধ।
কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. দিলীপ কুমার ভৌমিক বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে তাদের সুপারিশ অনুসারেই ব্যবস্থা নেয়া হয়েছে।