প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫ ২১:০৫ (বুধবার)
অনলাইন জুয়ার প্রচার করলেই সাইট বন্ধ

ছবি: সংগৃহীত।

অনলাইন জুয়া ও বেটিং–সংক্রান্ত কার্যক্রমে কঠোর অবস্থান নিয়েছে সরকার। কোনো ওয়েবসাইট, নিউজ পোর্টাল বা সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে জুয়ার বিজ্ঞাপন বা প্রচারণা চালালে আগামীকাল রোববার (১৯ অক্টোবর) থেকেই তা বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

শনিবার (১৮ অক্টোবর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী জুয়া খেলা, প্রচার ও উৎসাহ প্রদান দণ্ডনীয় অপরাধ।

সাম্প্রতিক সময়ে কিছু অনলাইন প্ল্যাটফর্ম, মোবাইল অ্যাপ্লিকেশন ও ইলেকট্রনিক মিডিয়ায় জুয়া, বেটিং এবং পর্নোগ্রাফি–সম্পর্কিত বিজ্ঞাপন ও কনটেন্ট প্রচার করা হচ্ছে, যা আইনবিরোধী।

মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, যদি কোনো সংবাদমাধ্যম, নিউজ পোর্টাল বা ওয়েবসাইটে জুয়া বা বেটিং-সংক্রান্ত বিজ্ঞাপন পাওয়া যায়, তবে বিনা নোটিশেই সেই সাইট ব্লক করে দেওয়া হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব গতকাল শুক্রবার এক ফেসবুক পোস্টে জানান, অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট-এ একাধিক জুয়ার বিজ্ঞাপন তিনি নিজ চোখে দেখেছেন।

তিনি সতর্ক করে বলেন, ‘অন্যথায় আপনাদের সাইটগুলো বিনা নোটিশে ব্লক হয়ে যাবে। আমরা আর কোনো নোটিশ দেব না।’

সরকারের সতর্কতার পর ক্রিকইনফো, জনকণ্ঠ, ঢাকা পোস্টসহ আরও কয়েকটি পত্রিকা ইতিমধ্যে তাদের বিজ্ঞাপন নীতিমালা পরিবর্তন করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্ত্রণালয় জানায়, দেশের সাইবারজগৎকে নিরাপদ, নৈতিক ও প্রজন্মবান্ধব রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। এ লক্ষ্যে সিআইডি, বিটিআরসি, এনসিএসএ, এনটিএমসি, এনএসআই ও বিএফআইইউ যৌথভাবে কাজ করছে।

তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, সরকার স্থানীয় সাইট বন্ধ করতে পারলেও মেটা (ফেসবুক) ও গুগলের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে জুয়ার বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করা সহজ হবে না।

ডিজিটালি রাইট লিমিটেডের তথ্য যাচাই সংস্থা ডিসমিসল্যাব জানিয়েছে, বাংলাদেশিদের লক্ষ্য করে ফেসবুকে বছরে কোটি কোটি টাকার জুয়ার বিজ্ঞাপন প্রচার হয়, যেগুলোর অধিকাংশই দেশের বাইরে থেকে পরিচালিত হয়। এসব বিজ্ঞাপনে খেলোয়াড় ও তারকাদের ছবি ও ভিডিও ব্যবহার করা হয়।

ডিসমিসল্যাবের গবেষণায় আরও দেখা গেছে, মেটার জুয়ার বিজ্ঞাপন অনুমোদিত দেশের তালিকায় বাংলাদেশ নেই, তবুও কিছু বিজ্ঞাপনদাতা নীতিমালা ফাঁকি দিয়ে প্রচার চালাচ্ছে। একইভাবে, গুগলের বিজ্ঞাপন নেটওয়ার্কেও বেটিং সাইটের প্রচার চলছে, যা নীতিমালা ও আদালতের নির্দেশ লঙ্ঘন করে হচ্ছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বলেছে, ‘সরকার দেশের সাইবার পরিবেশকে নিরাপদ, নৈতিক ও প্রজন্মবান্ধব রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে এবং প্রয়োজন হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

মূল পয়েন্টসমূহ:

রোববার থেকে অনলাইন জুয়া বিজ্ঞাপন প্রচারকারী সাইট বন্ধ হবে।

জুয়া প্রচার সাইবার সুরক্ষা অধ্যাদেশে দণ্ডনীয় অপরাধ।

বিনা নোটিশে নিউজ পোর্টাল ও ওয়েবসাইট ব্লক করা হবে।

ফেসবুক ও ইউটিউবে জুয়ার বিজ্ঞাপন নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ রয়ে গেছে।

সরকার, বিটিআরসি, সিআইডি ও এনএসআই যৌথভাবে তদারকি করবে।