প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫ ২২:২৬ (বুধবার)
জেদ্দা-ঢাকা সরাসরি ফ্লাইট চালু করছে ফ্লাইএডিল

ছবি: সংগৃহীত।

সৌদি আরবের কম খরচের এয়ারলাইন ফ্লাইএডিল আগামীকাল বুধবার থেকে জেদ্দা-ঢাকা সরাসরি ফ্লাইট চালু করছে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে প্রবেশ করছে সংস্থাটি।

প্রাথমিকভাবে সংস্থা সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে। জেদ্দা থেকে ঢাকা ফ্লাইট এফ৩ ৯১১২ স্থানীয় সময় রাত ১:৩০ মিনিটে ছাড়বে। ফিরতি ফ্লাইট এফ৩ ৯১১৩ ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে বেলা ১টায় উড়বে।

ফ্লাইএডিল স্বল্পমূল্যের এয়ারলাইন হলেও যাত্রীদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহ এবং লাগেজ বহনের সুবিধা থাকবে।

সংস্থার কর্মকর্তারা বলছেন, ফ্লাইটটি মূলত প্রবাসী শ্রমিক এবং স্বল্পমূল্যে ভ্রমণ করতে ইচ্ছুক সাধারণ যাত্রীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।

বিশেষজ্ঞরা আশা করছেন, নতুন এই ফ্লাইট যুক্ত হওয়ায় ভ্রমণের খরচ কিছুটা কমবে এবং বাংলাদেশ-সৌদি অ্যাভিয়েশন বাজারে প্রতিযোগিতা বাড়বে।