ছবি: সংগৃহীত।
দেশের ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবকদের জন্য জুডো, কারাতে, তায়কোয়ান্দো ও শুটিং বিষয়ে আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ শুরু করছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। প্রকল্পের আওতায় মোট ৮ হাজার ৮৫০ জন প্রশিক্ষণ পাবেন, যার মধ্যে পুরুষ ৮ হাজার ২৫০ ও নারী ৬০০।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অনুমোদিত এই প্রকল্পের জন্য পরিকল্পনা মন্ত্রণালয় ২৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যা সরকারি তহবিল থেকে খরচ হবে।
প্রথম ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে ২২ নভেম্বর, যেখানে ২ হাজার ৩০০ জন অংশগ্রহণ করবেন।
প্রশিক্ষণ ১৫ দিনের হবে, প্রতি বিষয়ে তিন দিন করে প্রশিক্ষণ দেওয়া হবে। ঢাকার বিকেএসপি ছাড়াও সিলেট, কক্সবাজার, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও দিনাজপুরের আঞ্চলিক বিকেএসপি কেন্দ্রগুলোতে আবাসিক প্রশিক্ষণ দেওয়া হবে।
নির্বাচিত প্রশিক্ষণার্থীদের আবাসন, খাবার, ট্র্যাকস্যুট, টি-শার্ট ও কেডস সরবরাহ করা হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ৪ হাজার ২০০ টাকা ভাতা এবং সনদ দেওয়া হবে।
প্রশিক্ষণপ্রাপ্তরা শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আত্মবিশ্বাস, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা ও আত্মনির্ভরশীলতার মানসিকতা অর্জন করতে পারবেন। যোগ্যতার শর্ত এসএসসি পাস।
প্রকল্প ঘোষণার পর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছিলেন, প্রশিক্ষণে আগ্নেয়াস্ত্র অন্তর্ভুক্ত হবে। পরে সমালোচনার পর তিনি শব্দটি পরিবর্তন করে শুটিং উল্লেখ করেন।
যুব ও ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম জানান, ঢাকার বিকেএসপিতে শুধুমাত্র পয়েন্ট ২২ ক্যালিবারের রাইফেল দিয়ে ডামি শুটিং প্রশিক্ষণ দেওয়া হবে।
সচিব বলেন, `প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের আত্মরক্ষা, শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং যেকোনো পরিস্থিতিতে তারা নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন।'