প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫ ১৩:২১ (বুধবার)
অঘোষিত ফাইনালে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশ অপরিবর্তিত

ছবি: সংগৃহীত।

অঘোষিত ফাইনালের লড়াইয়ে টসভাগ্য সহায় হয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ট্রফি নির্ধারণী ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এই ম্যাচে কোনো পরিবর্তন আনেনি দুই দলই। আগের একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

 বাংলাদেশের একাদশ:
সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।