ছবি: সংগৃহীত।
সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে ২৮ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গরু ও বিপুল পরিমাণ সুপারি।
শুক্রবার (২৪ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এ তথ্য জানায়।
বিজিবির বরাতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর আওতাধীন জৈন্তাপুর বিওপির টহল দল পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় গরু আটক করা হয়। এসব গরুর আনুমানিক মূল্য ৯ লাখ ২০ হাজার টাকা।
এছাড়া কানাইঘাট উপজেলার লোভাছড়া ও সুরাইঘাট বিওপির টহল দল সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ১ হাজার ৩৫০ কেজি ভারতীয় সুপারি ও একটি পিকআপ আটক করে। এসবের সিজারমূল্য ১৮ লাখ ৯০ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, দুই উপজেলার অভিযানে মোট জব্দকৃত মালামালের মূল্য দাঁড়িয়েছে ২৮ লাখ ১০ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার পিএসসি বলেন,
‘সীমান্ত সুরক্ষায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানের অংশ হিসেবেই এসব পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তরের কার্যক্রম চলছে।’
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান চলমান থাকবে।