প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫ ১৬:০৭ (বুধবার)
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়োগ ও নিরপেক্ষতা নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ

ছবি: সংগৃহীত।

 দেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পৃথক পৃথকভাবে অভিযোগ তুলেছে। অভিযোগগুলো মূলত কিছু উপদেষ্টার পক্ষপাতিত্ব এবং প্রশাসনে ও পুলিশের রদবদল‑পদায়নের ক্ষেত্রে নিরপেক্ষতার অভাবকে কেন্দ্র করে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির শীর্ষ পর্যায়ের নেতারা গত মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে তারা বলেন, কিছু উপদেষ্টা জামায়াতে ইসলামী বা বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন। বিএনপি তাদের কাছে বিতর্কিত কয়েকজন উপদেষ্টার নামও জানিয়েছে। বিএনপি অভিযোগ করেছে, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদ প্রশাসনে পদায়ন ও রদবদলে বিশেষ দলের পক্ষে সহায়তা করছেন। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী এবং ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নিয়োগকেও বিএনপি প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেছে।

জামায়াতও প্রধান উপদেষ্টার সঙ্গে পৃথক বৈঠকে একই ধরনের অভিযোগ তুলেছে। তারা বলেছে, কিছু উপদেষ্টা বিএনপির পক্ষে কাজ করছেন। তবে জামায়াত এখনো কোনো উপদেষ্টার নাম প্রকাশ করেনি। এনসিপি অভিযোগ করেছে, জনপ্রশাসনে বড় দলগুলোর প্রভাব বাড়াতে উপদেষ্টাদের ব্যবহার করা হচ্ছে এবং তারা প্রধান উপদেষ্টার কাছে এই উদ্বেগ তুলে ধরেছে।

দলগুলোর অভিযোগের পেছনে মূল কারণ হিসেবে নির্বাচনের আগে প্রশাসন ও উপদেষ্টাদের উপর প্রভাব বিস্তারের প্রয়াসকে দেখা হচ্ছে। বিএনপি নেতারা আশা করছেন, সরকার নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে এবং বিতর্কিত উপদেষ্টাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পাল্টাপাল্টি অভিযোগগুলো দলগুলোর মধ্যে আস্থার অভাবকে আরও বাড়াচ্ছে এবং দেশের রাজনৈতিক পরিবেশে অনিশ্চয়তার ঝুঁকি তৈরি করতে পারে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দলগুলোর অভিযোগ বিবেচনায় নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।