কিছু উপদেষ্টার আচরণ জনগণকে অস্বস্তিতে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমাযুন কবির।
তিনি বলেন, নানা কারণে নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সন্দেহ আছে। বিশেষ করে কয়েকজন উপদেষ্টার আচরণে জনগণের মধ্যে নির্বাচন নিয়ে শংকা তৈরি হয়েছে। এ বিষয়ে আমাদের মহাসচিব সহ দায়িত্বশীল নেতারা প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন। আশা করি সব সংশয় দূর হবে।
শুক্রবার হযরত শাহ জালাল (রহঃ) এর দরগাহ মসজিদে পবিত্র জুমআর নামাজ আদায়ের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসবট কথা বলেন।
পিআর পদ্ধতি বা গণভোট নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই দাবি করে তিনি বলেন, এদেশের জনগণ ১৭ বছর ভোট দিতে পারেননি। তারা সবাই ভোট দেওয়ার অপেক্ষা করছেন। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এর আগে গণভোট বা পিআর নিয়ে জনগণের কোনো চিন্তাভাবনা নেই।
হুময়াযুন কবির বলেন, বিএনপি সবসময়ই নির্বাচনের জন্য প্রস্তুত। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, তার নেতৃত্বে জনগণের ম্যাণ্ডেন্ট নিয়ে বিএনপি সরকার গঠন করবে।
মাজার জিয়ারত কালে হুমায়ুন কবিরের সাথে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।