ছবি: সংগৃহীত।
সিলেট রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারি রোধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে টিকিটে নামের অমিল, টিকিটের মূল্য অপেক্ষা বেশি দূরত্বে ভ্রমণ এবং বিনা টিকিটে যাত্রার দায়ে ২৫ জন যাত্রীকে ১৫ হাজার টাকার বেশি জরিমানা করা হয়েছে।
র্যাব-৯ থেকে জানানো হয়, শুক্রবার (২৪ অক্টোবর) সিলেট জেলা প্রশাসনের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় পাহাড়ীকা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের টিকিট যাচাই-বাছাই করা হয়।
দীর্ঘদিন ধরে সিলেট রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীদের দুর্ভোগ বেড়ে যাওয়ায় ট্রেনযাত্রার চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে। এই সুযোগে টিকিট সিন্ডিকেট সক্রিয় হয়ে ওঠে এবং অনলাইন টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই টিকিট শেষ হয়ে যায়। পরে সেই টিকিটগুলো সাধারণ যাত্রীদের কাছে অধিক মূল্যে বিক্রি করা হয়।
র্যাব জানায়, ‘টিকিট যার, ভ্রমণ তার’ - এই নীতিকে সামনে রেখে তারা টিকিট কালোবাজারি বন্ধে কঠোর অবস্থানে রয়েছে।
র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘জনস্বার্থে টিকিট কালোবাজারি রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।’