প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫ ১৯:০১ (বুধবার)
ছবি: শাকিল আহমদ
সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দনা পাত্তিছড়া গ্রামের শাকিল আহমদ (২৩) নামের এক যুবক মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে দনা সীমান্তে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, সীমান্তের ওপারে সে চোরাই মালামাল আনতে গেলে খাসিয়ারা তার উপর গুলি চালায়। এসময় তার সঙ্গে থাকা অপর দু'জন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
নিহত সাকিল আহমেদ গত সপ্তাহে বিবাহ করেছে। সে ওই গ্রামের রহিম উদ্দিনের পুত্র।