প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫ ১৫:০১ (বুধবার)
বৃহৎ ফ্যাসিবাদবিরোধী জোট গঠনের পরিকল্পনায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ছবি: সংগৃহীত।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহৎ একটি জোট গঠনের পরিকল্পনা করছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।

সোমবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায়। কেউ যেন এই ঐক্য ভাঙার পথে না যায়, সেটিই আমাদের মূল বার্তা।’

তিনি আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশে দলের প্রার্থীদের সঙ্গে হাইকমান্ডের বৈঠক চলছে। এর মাধ্যমে প্রার্থীদের মধ্যে সমন্বয় ও ঐক্য জোরদার করার পাশাপাশি, দলকে আরও সংগঠিত করা হচ্ছে।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ। তরুণ-যুবকদের রাজনৈতিক চিন্তা ও স্বপ্নকে ধারণ করেই বিএনপি ভবিষ্যতের কর্মসূচি প্রণয়ন করছে।’

তিনি আরও আশা প্রকাশ করেন, জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হলে দেশ একটি নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করবে।