ছবি: সংগৃহীত।
সিলেট শহিদ মিনার প্রাঙ্গণে সোমবার দুপুরে সালমান শাহ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে সালমান শাহ ভক্তদের মধ্যে বিচার প্রক্রিয়ার জন্য তীব্র ক্ষোভ ও হতাশা থাকায় এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
মানববন্ধন আয়োজন করে ‘সালমান শাহ ভক্ত ঐক্যজোট সিলেট’, যা এই ঘটনার ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এসময় বক্তারা হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও যথাযথ বিচার প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান।
বক্তারা বলেন, ‘দীর্ঘ ২৯ বছর পরও সালমান শাহ হত্যাকাণ্ডের ন্যায় বিচার সম্পূর্ণ হয়নি। এ পর্যন্ত আসামিপক্ষ বারবার তদন্ত সংস্থা ব্যবহার করে ফরমায়েশি প্রতিবেদন তৈরি করিয়েছে, যা হত্যার প্রকৃত রহস্য উন্মোচনে বাধা সৃষ্টি করেছে। আমাদের আশা, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে।’
একজন বক্তা বলেন, ‘সালমান শাহ শুধু একজন অভিনেতা ছিলেন না; তিনি ছিলেন আমাদের প্রজন্মের প্রিয় মানুষ। তাঁর অকাল মৃত্যু দেশের বিনোদন জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। আজও আমরা তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং হত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে এখানে একত্রিত হয়েছি।’
মানববন্ধনে উপস্থিত ভক্তরা যথাযথ সামাজিক শৃঙ্খলা বজায় রেখে নীরব প্রর্দশন করেন। এসময় তারা প্লাকার্ড ও ব্যানারে লিখিত বক্তব্য বহন করেন। অনেকের হাতে ছিল ‘সালমান শাহ হত্যা মামলার দ্রুত বিচার চাই’, ‘আসামীদের দ্রুত গ্রেফতার করুন’ এবং ‘ন্যায়বিচার চাই’ লেখার প্লাকার্ড।
সালমান শাহ হত্যাকাণ্ড দীর্ঘদিন ধরেই ভক্ত সমাজ ও সাধারণ মানুষদের মধ্যে একটি সমবেদনার সৃষ্টি করেছে। ভক্তরা মনে করেন, দীর্ঘদিন আটকে থাকা বিচার প্রক্রিয়া এবং ন্যায়বিচারে ব্যর্থতা সমাজে সঠিক বার্তা পৌঁছাতে পারছে না। মানববন্ধনের মাধ্যমে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ এবং হত্যার প্রকৃত দৃষ্টান্ত স্থাপন করতে চাচ্ছেন।
মানববন্ধনের শেষ অংশে বক্তারা বলেন, ‘সালমান শাহ-এর মৃত্যু শুধুই একটি ব্যক্তিগত ক্ষতি নয়; এটি আমাদের সাংস্কৃতিক ও সামাজিক জীবনের জন্যও বড় ধাক্কা। আসামিরা যত দ্রুত সম্ভব গ্রেফতার না হলে এবং যথাযথ বিচার প্রক্রিয়া শুরু না হলে সমাজে ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ণ হবে।’
এসময় ভক্তরা আরও দাবি জানান, মামলার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও তদন্ত সংস্থাগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালতের প্রতি আশ্বাস দেন যে, সুষ্ঠু প্রক্রিয়া নিশ্চিত হলে সমাজের জনগণ শান্তিপূর্ণভাবে ন্যায়বিচার দেখবে।
মানববন্ধনে অংশ নেওয়া ভক্তরা আশা প্রকাশ করেছেন, দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে সালমান শাহ হত্যাকাণ্ডের আসামিরা বিচারকের সামনে উপস্থিত হবে এবং ন্যায়বিচার প্রক্রিয়া শুরু হবে।