ছবি: সংগৃহীত।
চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে হেরে সিরিজ শুরু করলো বাংলাদেশ।
বাংলাদেশের ব্যাটিং শুরুতে ভালো দেখা গেলেও শুরুর ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান মাত্র সাময়িকভাবে প্রতিরোধ গড়তে সক্ষম হন। জেডন সিলসের পেস বোলিং এবং আকিল হোসেনের স্পিনের সামনে বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরম্যান্স ব্যর্থ হয়। ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের জয়ের স্বপ্ন কষ্টকর হয়ে পড়ে।
শেষ দিকে তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ ২৩ বলে ৪০ রানের জুটি গড়ে কিছুটা আশা জাগালেও, তানজিম সাকিব আউট হতেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ওয়েস্ট ইন্ডিজের হাতে।
শেষ দুই ব্যাটার তাসকিন আহমেদ (১০) ও মুস্তাফিজুর রহমান (১১)* সামান্য ব্যবধান কমাতে পারলেও জয়ের সম্ভাবনা ফিরিয়ে আনতে ব্যর্থ হন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জেডন সিলস ও জেসন হোল্ডার তিনটি করে উইকেট শিকার করেন।
এর আগে, ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার শাই হোপ ও রোভম্যান পাওয়েল চতুর্থ উইকেটে ৮৩ রানের অপরাজিত জুটি গড়ে দলকে ১৬৫ রানের সংগ্রহে নিয়ে যান। পাওয়েল ৪৪ এবং অধিনায়ক হোপ ৪৬ রানে অপরাজিত থাকেন।
এছাড়া ওপেনার অ্যালিক আথানাজে (৩৪) ও ব্র্যান্ডন কিং (৩৩) দুটি ত্রিশোর্ধ্ব ইনিংস খেলেন। বাংলাদেশের বোলার তাসকিন আহমেদ দুই ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারকে আউট করার কৃতিত্ব পান।
এভাবে ১৬ রানে হারের মধ্য দিয়ে সিরিজ শুরু করলো বাংলাদেশ।