ছবি: সংগৃহীত।
রিয়েলিটি শো ‘বিগ বস’-এর উনিশতম মৌসুম এখন দর্শকদের নজরে। প্রতিযোগীদের নানা নাটকীয়তা যেমন আলোচনায়, তেমনি এবার বিতর্কের কেন্দ্রে সঞ্চালক সালমান খান নিজেও। শোয়ের এক পর্বে প্রতিযোগী ফারহানা ভাটকে নিয়ে সালমানের মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়।
সম্প্রতি প্রচারিত পর্বে প্রতিযোগী আশনূর কৌর অভিযোগ করেন, ‘ফারহানা নেতিবাচকতা ছড়াচ্ছে, বিগ বসের ঘরের বাইরে কি ওর আচরণ এমনই?’
এ সময় আশনূরের কথায় সায় দিয়ে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে সালমান বলেন,
‘ফারহানার যখন বিয়ে হবে, তখন পরিবারের লোকজন খোঁজ নেবে-এই মেয়ে তো গালিগালাজ করে, ঝগড়া করে, প্লেট ভাঙে! ঘরের বউ হিসেবে একদম উপযুক্ত! এমন মেয়ে পেলে ছেলের জীবন তো বরবাদ হয়ে যাবে!’
এই মন্তব্য প্রকাশিত হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইজানকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। 
একজন লিখেছেন,‘স্বাধীনচেতা, দৃঢ়চরিত্রের নারী দেখলেই সালমানের অস্বস্তি হয়। হিনা, গওহর, রুবিনা, প্রিয়াঙ্কার পর এবার ফারহানাকেও আক্রমণ করলেন।’
আরেকজন মন্তব্য করেছেন,‘এত বড় মাপের নারীবিদ্বেষী আচরণ আগে দেখিনি। একজন নারী হওয়ায় ফারহানাকে নিয়ে যা খুশি তাই বলা হচ্ছে।’
আরও কেউ প্রশ্ন তুলেছেন,‘শোয়ের পুরুষ প্রতিযোগীদের নিয়ে কি সালমান কখনো এমন মন্তব্য করেন? অমলকে তো বলেননি, তাকে কে বিয়ে করবে!’
বিতর্কের মধ্যেও সালমান খান বা ‘বিগ বস’ প্রযোজনা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ব্যাখ্যা পাওয়া যায়নি।
‘বিগ বস’-এর এই মৌসুমে এটি সালমান খানের তৃতীয় বড় বিতর্ক, যা শোয়ের জনপ্রিয়তার পাশাপাশি তাঁর বক্তব্য নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে- একজন সঞ্চালক কি এমন মন্তব্য করতে পারেন?