প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫ ২২:১২ (বুধবার)
‘শিক্ষককে শুধু শ্রেণিকক্ষের মানুষ ভাবলে ভুল হবে’

ছবি: সংগৃহীত।

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, ‘শিক্ষকরা যখন স্বাধীনভাবে চিন্তা করতে পারেন না, শিক্ষার্থীদেরও তখন স্বাধীনতা ক্ষয় হয়।’

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘শিক্ষা সম্মিলন ২০২৫’-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, ‘আজকের শিক্ষক সমাজ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গঠনের প্রধান কারিগর। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, অনেক জায়গায় শিক্ষকদের স্বাধীনতা সংকুচিত হয়ে পড়েছে। একজন শিক্ষক যখন স্বাধীনভাবে চিন্তা করতে পারেন না, তখন শিক্ষার্থীও মুক্তভাবে চিন্তা করতে শেখে না।’

তিনি আরও বলেন, ‘শিক্ষককে শুধু শ্রেণিকক্ষের মানুষ ভাবলে ভুল হবে- শিক্ষক জাতির বিবেক, জাতির নির্মাতা। তার মর্যাদা রক্ষা করা মানে দেশের ভবিষ্যৎ রক্ষা করা। শিক্ষককে প্রশাসনিক ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা অত্যন্ত জরুরি। শিক্ষক নিজে যেমন শিখবেন, তেমনি শিক্ষার্থীদের মধ্যে জাগিয়ে তুলবেন জ্ঞান, নীতি ও দেশপ্রেমের আলো।’

দেশের সম্পদ লুটে বিদেশে পাচারকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, ‘যারা নীতি, শিক্ষা ও সততার পথে বাধা সৃষ্টি করছে- তাদের বিচারের মুখোমুখি করতেই হবে। অন্যথায় শিক্ষা থাকবে শৃঙ্খলে, আর দেশ হারাবে তার আত্মা।’

জুলাই আন্দোলনে নিহত শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, ‘যারা সে সময় নিরীহ মানুষের উপর গুলি চালিয়েছিল, তাদের প্রতি জাতির ঘৃণা চিরকাল থাকবে। বর্বরোচিত হত্যাকাণ্ডের দায়ে রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতীকী মূর্তি স্থাপন করে আজীবন ঘৃণা জানানো উচিত। স্বাধীন বাংলাদেশ ও এর সার্বভৌমত্ব নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে- এ দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করবে, তাদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন এবং সঞ্চালনা করেন উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া আক্তার, জেলা শিক্ষা অফিসার ফরিদা নাজমীন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহ আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ খালেদুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ১০৫ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।