ছবি: সংগৃহীত।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা করতে টিকটক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির নিজ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে টিকটকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- দক্ষিণ এশিয়ার প্রধান (পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশন) ফেরদৌস মুত্তাকিম, বৈশ্বিক লিগ্যাল বিজনেস পার্টনার আদিল শাহ এবং বাংলাদেশ প্রধান আবু নাঈম।
ইসি সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে টিকটক প্ল্যাটফর্মে যাতে কোনো ধরনের মিথ্যা তথ্য, বিদ্বেষমূলক কনটেন্ট বা বিভ্রান্তিকর প্রচারণা না ছড়ায়- সেই বিষয়টি নিশ্চিত করতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইসি কর্মকর্তারা নির্বাচনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল কনটেন্ট ব্যবস্থাপনা নিশ্চিত করতে টিকটক কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান।
তবে বৈঠক শেষে টিকটক প্রতিনিধিরা গণমাধ্যমের সঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি। ইসির একাধিক কর্মকর্তা এটিকে সৌজন্যমূলক বৈঠক হিসেবেই উল্লেখ করেন।