প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫ ২২:১৬ (বুধবার)
শ্রীমঙ্গলে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

ছবি: সংগৃহীত।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়  কর্মরত কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা উন নবী।

বুধবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদের কনফারেন্স হলে এই মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. ইয়াকুব আলী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি) আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার করসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুধী সমাজের প্রতিনিধিসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।