প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫ ২৩:৩৬ (বুধবার)
মাদক দমন অভিযানে ব্রাজিলের বস্তি ’যুদ্ধক্ষেত্র’, পুলিশসহ ৬৪ জন নি’হত

ছবি: সংগৃহীত।

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর উত্তরাঞ্চলের বস্তি কমপ্লেক্সো দা পেনহা ও কমপ্লেক্সো দো আলেমাঁওয়ে পুলিশের ব্যাপক অভিযানে কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছেন।

স্থানীয়রা এই ঘটনার বর্ণনা দিয়েছেন ‘যুদ্ধের মতো পরিস্থিতি’ হিসেবে।

পুলিশ জানিয়েছে, প্রধান মাদক চক্র দমন করতে এই অভিযানে প্রায় ২ হাজার ৫০০ জন সশস্ত্র পুলিশ সদস্য অংশ নিয়েছিলেন। তাদের সঙ্গে ছিল হেলিকপ্টার, ড্রোন, সাঁজোয়া যান এবং ধ্বংসযন্ত্র। দুইটি হেলিকপ্টার, ৩২টি সশস্ত্র গাড়ি এবং ১২টি ডেমোলিশন যন্ত্র ব্যবহার করে বস্তির মুখে থাকা ব্যারিকেডগুলো ভাঙা হয়েছে।

রিও রাজ্যের গভর্নর ক্লাউডিও কাস্ত্রো এক বিবৃতিতে বলেন, ‘এটি রাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় অভিযান।’

তিনি জানান, অভিযানে ৬০ জন সন্দেহভাজন গ্যাং সদস্য ও চারজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

গভর্নর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে দেখা যায় গ্যাং-নিয়ন্ত্রিত ড্রোন পুলিশের ওপর বোমা ফেলছে। তিনি বলেন, ‘এটি সাধারণ অপরাধ নয়, এটি মাদক সন্ত্রাস।’

তবে অভিযানের সমালোচনা শুরু হয়েছে। ব্রাজিলের কংগ্রেসম্যান হেনরিকে ভিয়েরা বলেন, ‘সরকার এ বস্তিগুলোতে গুলি চালানো ও হত্যার অনুমোদন দিয়ে এগুলোকে শত্রু অঞ্চলে পরিণত করছে।’

জাতিসংঘের মানবাধিকার সংস্থা এক বিবৃতিতে এই সহিংসতাকে ‘ভয়াবহ’ উল্লেখ করে দ্রুত তদন্ত এবং আন্তর্জাতিক মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

গত বছর রিওতে পুলিশের অভিযানে প্রায় ৭০০ জন নিহত হয়েছিল।

রিও রাজ্য আইনসভা মানবাধিকার কমিশনের প্রধান দানি মন্টেইরো বলেন, ‘রিওর ফাভেলাগুলো আবারও যুদ্ধের মঞ্চে পরিণত হয়েছে।’