প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫ ১৫:১২ (বুধবার)
বিএনপি কাবিননামায় স্বাক্ষর করেছে, এখন তাদের না বলার সুযোগ নেই - নাসিরউদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত।

র্নির্বাচন আগে নাকি গণভোট-এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজনের মধ্যে জুলাই সনদে বিএনপির স্বাক্ষর নিয়ে ফের মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসিরউদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, গণভোট নিয়ে বিএনপির সামাজিক যোগাযোগমাধ্যমে ‘না’ প্রচার থাকা সত্ত্বেও বাস্তবে তাদের ‘না’ বলার কোনো সুযোগ নেই। পাটওয়ারী বলেন, ‘বিএনপি ইতিমধ্যেই ‘হ্যাঁ’ জানিয়েছে, বিবাহের মতো কাবিননামায় স্বাক্ষর করেছে। এখন তাদের না বলার কোনো বিকল্প নেই। ভেবেচিন্তে জুলাই সনদে সই করা উচিত ছিল।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে বৃহস্পতিবার নাগরিক ঐক্য আয়োজিত ‘রাজনীতির বর্তমান এবং ভবিষ্যত পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। তিনি জামায়াতের ‘মুখে এক অন্তরে আরেক’ আচরণও উল্লেখ করে বলেন, ‘আপার হাউজের আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতা (পিআর) লোয়ার হাউজে নিয়ে আসায় পুরো বিষয়টি নষ্ট হয়েছে। কিছু ক্ষেত্রে মুখে এক, অন্তরে অন্য আচরণ প্রকাশ পাচ্ছে।’

পাটওয়ারী মনে করেন, গণভোট প্রশ্নে জামায়াত ভবিষ্যতে হয়তো বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হবে বা নির্বাচনের দিনেই গণভোট হোক বলে বলতে পারে। তিনি বলেন, ‘সংস্কার কমিশন সুপারিশমালা দিয়েছেন, এখন বল ড. ইউনূসের কোর্টে। ড. ইউনূস আন্তর্জাতিক খেলোয়াড়ের মতো, তবে বাংলাদেশি মাঠ বেশ পিছলা। আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সেই পিছলায় আরও তেল মর্দন করেন। এই ড্রাফট জাতির সামনে উন্মুক্ত করা দরকার। আমাদের তার ওপর পূর্ণ আস্থা নেই। উন্মোচন না করলে তিনি অসৎ উদ্দেশ্য প্রয়োগ করতে পারেন। তাই প্রথমে প্রকাশ করতে হবে, এরপর দেখলে আমরা সই করব।’

এর আগে বুধবার (২৮ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে পাটওয়ারী জানিয়েছেন, জুলাই সনদের বাস্তবায়ন আদেশের খসড়া আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত এনসিপি স্বাক্ষর করবে না। তিনি বলেন, ‘শুরু থেকেই বলেছি, আইনি ভিত্তি ছাড়া কোনো সনদে স্বাক্ষর সম্ভব নয়। তাই বাস্তবায়ন আদেশের খসড়া দেখে সিদ্ধান্ত নেব-এটাই আমাদের প্রাথমিক অবস্থান।’

সম্প্রতি জাতীয় ঐক্যমত কমিশন সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের দুটি রূপরেখা সুপারিশ করেছে-একটি সংবিধান সম্পর্কিত ৪৮টি সংস্কারের জন্য, অন্যটি সংবিধান-বহির্ভূত সংস্কারের জন্য প্রজ্ঞাপন ও অধ্যাদেশের খসড়া হিসেবে।

পাটওয়ারী আসিফ নজরুলের বিষয়ে বলেন, তিনি প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। এখন বল ড. ইউনূসের কোর্টে গিয়ে দেখা যাবে তিনি কেমন খেলতে পারেন। পাশাপাশি, তিনি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ড. মুহাম্মদ ইউনূসকে আহ্বান জানান, উপদেষ্টাদের সঙ্গে শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিতে। তিনি দাবি করেন, ঘোষণার অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদেরও রাখা হবে। ওই দিন এনসিপি সনদে সই করবে বলেও জানান পাটওয়ারী।