প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫ ২০:৩১ (মঙ্গলবার)
টেস্ট ক্রিকেটে বদলে যাচ্ছে শতবর্ষী রীতি

ছবি: সংগৃহীত।

টেস্ট ক্রিকেটের শতবর্ষী ঐতিহ্যে আসছে পরিবর্তন। যুগ যুগ ধরে সাদা পোশাকের অভিজাত ফরম্যাটে প্রথম সেশনের শেষে লাঞ্চ এবং দ্বিতীয় সেশনের শেষে চা বিরতির প্রচলন ছিল। এবার সেই রীতিতেই আসছে ভিন্নতা- লাঞ্চের আগেই হবে চা বিরতি।

আগামী নভেম্বরে দুই টেস্টের সিরিজ খেলতে ভারত সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজেই প্রথমবারের মতো নতুন এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআইয়ের এক সূত্র জানায়, `আগে চা বিরতি দেওয়ার কারণ হলো গৌহাটিতে সূর্যাস্ত তুলনামূলকভাবে তাড়াতাড়ি হয় এবং সূর্যোদয়ও আগেভাগে হয়। সময় বাঁচাতে এবং ম্যাচে অতিরিক্ত সময় পাওয়ার সুযোগ রাখতে আমরা এই পরিবর্তন আনছি।'

নতুন সূচি অনুযায়ী স্থানীয় সময় সকাল ৯টায় ম্যাচ শুরু হবে। প্রথম সেশনে দুই ঘণ্টা খেলার পর সকাল ১১টা থেকে ২০ মিনিট চলবে চা বিরতি। এরপর দ্বিতীয় সেশন চলবে দুপুর ১টা পর্যন্ত। তারপর ৪০ মিনিটের লাঞ্চ বিরতি শেষে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে তৃতীয় ও শেষ সেশন।

সাধারণত ভারতে টেস্ট ম্যাচগুলো সকাল সাড়ে ৯টায় শুরু হয়। প্রথম সেশন শেষে ৪০ মিনিটের লাঞ্চ বিরতি এবং দ্বিতীয় সেশনের পর ২০ মিনিটের চা বিরতি দিয়ে দিনের খেলা শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। প্রয়োজনে ম্যাচ অফিশিয়ালরা ৩০ মিনিট অতিরিক্ত সময় যোগ করতে পারেন।

এবারের পরিবর্তনের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে শতবর্ষী লাঞ্চ-চা বিরতির প্রচলিত ধারারই আনুষ্ঠানিক ভাঙন ঘটছে।